নয়াদিল্লি: বান্ধবীর ফোন নম্বর চাওয়ার 'অপরাধে' কুপিয়ে যুবককে খুন করার অভিযোগে দুজনকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। ডিসিপি (পশ্চিম) বিজয় কুমার জানিয়েছেন, সালাউদ্দিন ১৮ বছরের ছেলেটিকে '২৫ বারের বেশি' ছুরি দিয়ে কোপায় সামসাদ নামে এক অভিযুক্ত। ২০ বছরের ছেলেটির নৃশংসতার  সঙ্গী ছিল তার বন্ধু সুনীল পাল। ২৬ নভেম্বর এমনই ঘটেছিল পশ্চিম দিল্লির নিহাল বিহার এলাকায়।


সালাউদ্দিনের বন্ধু মনু পুলিশকে জানিয়েছে, ঘটনার দিন তারা মদ্যপান করছিল। সুনীল ফোন করে তাদের জানায়, ডিডিএ পার্কে স্থানীয় কিছু ছেলের সঙ্গে গণ্ডগোল হয়েছে তার। তাদের সাহায্য চায় সে। চারজন ডিডিএ পার্কে পৌঁছয়। সেখানে মনু ও অন্যদের একদিকে ডেকে নিয়ে যায় সুনীল। সালাউদ্দিনকে সামসাদ প্রশ্ন করে, কেন সে তার বান্ধবীর ফোন নম্বর চেয়েছে সে। সালাউদ্দিন জবাব দিতে না দিতেই তাকে ছোরার কোপ মারতে থাকে সামসাদ। মনু ও বাকিরা তা দেখে বাধা দিতে এগয়। সুনীল তাদের ভয় দেখায়। সালাউদ্দিনকে জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে 'মৃত আনা হয়েছে' বলে ঘোষণা করেন ডাক্তাররা।


শেষ পর্যন্ত পুলিশের হাতে আজ ধরা পড়ে সামসাদ, সুনীল। জেরায় সামসাদ স্বীকার করেছে, সালাউদ্দিন ও সে ভাল বন্ধুই ছিল। গত বছর দুজনে কিরারির মুবারকপুর গ্রামে গিয়েছিল। সেখানে সামসাদের সঙ্গে একটি মেয়ের ঘনিষ্ঠতা হয়। সালাউদ্দিন তা জানতে পেরে সামসাদের ফোন থেকে মেয়েটির ফোন নম্বর জেনে নিয়ে তাকে ফোনে উত্যক্ত  করা শুরু করে। মেয়েটি বিষয়টি সামসাদকে জানালে সে সালাউদ্দিনকে বিরত থাকতে বলে সতর্ক করে দেয়। পরে একটি বিয়ের অনুষ্ঠানে সামসাদের সঙ্গে সুনীলের দেখা হয়। সুনীল তাকে জানায়, সালাউদ্দিন বারবার ওই মেয়েটির ফোন নম্বর চাইছে। তখনই সালাউদ্দিনকে খুন করবে বলে ছুরি জোগাড় করে সামসাদ।