দিল্লিতে ২০০০-এর নোটে ১ কোটি টাকা সহ গ্রেফতার দুজন
ABP Ananda, web desk | 04 Feb 2017 10:56 AM (IST)
নয়াদিল্লি: ২০০০ টাকার নোটে ১ কোটি টাকা সহ পূর্ব দিল্লির মধু বিহার এলাকা থেকে গ্রেফতার করা হল দুজনকে। পুলিশ জানিয়েছে, অশোক ও রামজান নামে ওই দুই ব্যক্তি একটি বাসে ওঠার সময় রুটিন তল্লাশির সময় ধরা পড়ে। পুলিশ জানিয়েছে, কনস্টেবল সন্দীপ ওই দুজনকে থামায় এবং তল্লাশিতে ওই দুজনের কাছ থেকে ২০০০ টাকার নোটে ৫০ লক্ষ টাকা করে পাওয়া যায়। জানা গেছে, ধৃতরা কনস্টেবলকে ঘুষ দেওয়ারও প্রস্তাব দেন। কিন্তু সন্দীপকে ঘুষ দিয়ে কর্তব্য সম্পাদন থেকে বিরত করা যায়নি। তিনি পুরো ঘটনা তাঁর ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে জানান। জেরায় ধৃতরা জানিয়েছে, ওই টাকা মীরাটের এক ব্যক্তির। বিস্তারিত তদন্তের জন্য অশোক ও রামজানকে আযকর বিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে।