পুলওয়ামায় খতম ২ হিজবুল মুজাহিদিন জঙ্গি
Web Desk, ABP Ananda | 26 Nov 2019 10:33 AM (IST)
সূত্রের খবর, আজ সকালেও তল্লাশি অভিযান চলছে।
শ্রীনগর: দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার দ্রাবগামে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে খতম দুই হিজবুল মুজাহিদিন জঙ্গি। গতকাল বিকেল থেকে শুরু হয় সংঘর্ষ। গুলির লড়াইয়ে খতম হয় জঙ্গিরা। সূত্রের খবর, আজ সকালেও তল্লাশি অভিযান চলছে। খতম হওয়া জঙ্গিরা স্থানীয় বাসিন্দা। তাদের মধ্যে একজনের নাম ইরফান নায়রা। সে রিয়াজ নাইকুর ঘনিষ্ঠ সঙ্গী ছিল। সে ২০১৬ থেকে সক্রিয় ছিল। অপর একজন জঙ্গি ইরফান রাদার ২০১৭ থেকে সক্রিয় ছিল। তারা এর আগে সেনা, সিআরপিএফ ও জম্মু-কাশ্মীর পুলিশের টহলদারি বাহিনীর উপর হামলা চালিয়েছিল।