শ্রীনগর : জম্মু ও কাশ্মীরের বদগাম জেলায় নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষে নিহত ২ হিজবুল মুজাহিদিন জঙ্গি। গোপন সূত্রে  জম্মু ও কাশ্মীরের গোপালপোরা অঞ্চলে জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে গত মঙ্গলবার ও বুধবার রাতে অভিযান চালানো হয়।  এমনটাই পুলিশের তরফে জানানো হয়েছে। পুলিশের মুখপাত্র বলেছেন, অভিযান চলার সময় নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে জঙ্গিরা। পাল্টা নিরাপত্তা রক্ষীরা গুলি চালালে তাতে ২ হিজবুল জঙ্গি নিহত হয়।


মৃত জঙ্গিদের নাম হিলাল আহমেদ ওয়ানি ও শোয়েব মহম্মদ লোন ওরফে মুর্শি। পুলিশ মুখপাত্র আরও বলেন, অভিযানের জায়গা থেকে প্রচুর পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। পুলিশ একটি মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে।

পুলিশের রেকর্ড অনুযায়ী, মৃত দুই জঙ্গি হিজবুল মুজাহিদিনের সঙ্গে যুক্ত ছিল। অনেকদিন ধরেই পুলিশ তাদের খুঁজছিল। বিশেষত, ওয়ানির বিরুদ্ধে বহু সন্ত্রাসবাদী কার্যকলাপের অভিযোগ ছিল। ২০১৫ সালে হিজবুল মুজাহিদিনে যোগ দেয় সে। জম্বু ও কাশ্মীরের বহু সন্ত্রাসবাদী কার্যকলাপের নেতৃত্ব দিত ওয়ানি।

পুলিশের মুখপাত্র আরও বলেন, মুর্শি বেশ কয়েকটি সন্ত্রাসবাদী হামলা এবং অন্যান্য বেআইনে কার্যকলাপে জড়িত ছিল এবং তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছিল।