ভোটের আগে গুজরাতে গ্রেফতার ২ আইএস জঙ্গি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Oct 2017 11:00 AM (IST)
আমদাবাদ: রাজ্য বিধানসভা ভোটের আগে বড় সাফল্য পেল গুজরাত এটিএস। সুরাটে আইএসআইএসের ২ জঙ্গিকে গ্রেফতার করেছে তারা। গ্রেফতার হওয়া ২ জঙ্গির নাম কাসিম ও ঔবেদ। এদের একজন পেশায় উকিল, অন্যজন ল্যাব টেকনিশিয়ান। এটিএসের দাবি, এরা আমদাবাদে বড় জঙ্গি হানার ছক কষেছিল। ধর্মস্থান ও খাঁড়ি এলাকার রেকিও করে। ৯ ও ১৪ ডিসেম্বর গুজরাতে বিধানসভা ভোট। ফলে রাজ্যে ভোটপ্রচার এখন তুঙ্গে। এই সময় দুই আইএস জঙ্গির গ্রেফতার গুজরাত এটিএসের বড় সাফল্য বলে মনে করা হচ্ছে।