নয়াদিল্লি: দেশের বুকে বড়সড় জঙ্গি হামলার ছক বানচাল করল দিল্লি পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে রাজধানী থেকে দুই জইশ-ই-মহম্মদ জঙ্গিকে গ্রেফতার করল দিল্লি পুলিশের স্পেশাল সেল।


দিল্লি পুলিশ সূত্রে খবর, দিল্লিতে একাধিক জায়গায় নাশকতা হামলা করার পরিকল্পনা ছিল জঙ্গিদের। পাশাপাশি, একাধিক ভিভিআইপি-ও ছিল তাঁদের নিশানায়।


জানা গিয়েছে, গতকাল রাতে দিল্লির সরাই কালে খান অঞ্চল থেকে ২ সশস্ত্র জঙ্গিকে পাকড়াও করা হয়। ধৃতদের কাছ থেকে বিস্ফোরক, আগ্নেয়াস্ত্র ও একাধিক নথি উদ্ধার করেছে পুলিশ।


এই মুহূর্তে ধৃতদের জেরা করছে দিল্লি পুলিশের স্পেশাল সেলের গোয়েন্দারা। জানা গয়েছে, ধৃতদের নাম আব্দুল লতিফ মীর ও মহম্মদ আশরাফ। দুজনই জম্মু ও কাশ্মীরের বাসিন্দা। একজনের বাড়ি কুপওয়ারা, অন্যজনের বারামুল্লা। ধৃতদের বয়স আনুমানিক ২০ থেকে ২২ বছর।


দিল্লি পুলিশ সূত্রে খবর, সরাই কালে খান অঞ্চলের মিলেনিয়াম পার্কে জঙ্গিদের জন্য ফাঁদ পাতে পুলিশ। সেখানেই রাত ১০টা নাগাদ ধরা পড়ে ২ জইশ জঙ্গি। দুজনের কাছ থেকে পিস্তল ও তাজা গুলি বাজেয়াপ্ত করা হয়।