ভূবনেশ্বর: ওড়িশায় নির্মীয়মাণ ফ্লাইওভার ভেঙে মৃত ২। আহত আরও ১১। ধ্বংসস্তূপের তলায় আরও কয়েকজন আটক রয়েছেন বলে আশঙ্কা।
খবরে প্রকাশ, ভূবনেশ্বরের বোমিখালে ওই ফ্লাইওভারে নির্মীয়মাণ কাজ চলছিল। প্রায় ১৫ জন শ্রমিক সেখানে উপস্থিত ছিলেন। এমন সময় আচমকা, ফ্লাইওভারটি তাঁদের ওপর ভেঙে পড়ে।
মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। মৃতদের নিকটাত্মীয়দের ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেন তিনি। পাশাপাশি, আহতদের সম্পূর্ণ চিকিৎসা নিখরচায় করার আশ্বাস দেন তিনি। নবীন বলেন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, ফ্লাইওভার ভাঙার ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। এঁদের মধ্যে একজন ৩৯ বছরের ব্যবসায়ী সত্য পট্টনায়েক। জানা গিয়েছে, ঘটনার সময় তিনি মেয়ে শীতলের সঙ্গে ঠিক ফ্লাইওভারের নীচে ছিলেন। গুরুতর জখম অবস্থায় শীতল সহ অন্যান্য আহতদের ক্যাপিটাল, এইমস সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। শুরু হয় উদ্ধারের কাজ। ধ্বংসস্তূপ সরাতে ব্যবহার করা হয় আর্থ-মুভার। ইতিমধ্যেই, ফ্লাইওভার ভেঙে পড়ার পর দুই ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যেই এই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।