লখনউ: বহুজন সমাজ পার্টি সুপ্রিমো কুমারী মায়াবতীর সভা শেষে দুর্ঘটনা। পদপিষ্ট হয়ে নিহত হলেন ২ জন। আহত হয়েছেন অন্তত ১২ জন। স্থানীয় হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে।
রবিবার লখনউয়ের কাঁসিরাম সড়ক ময়দানে মায়াবতীর সভা ছিল। সেই সভা শেষ হওয়ার পরেই বিদ্যুতের তার ছিঁড়ে পড়ার গুজব রটে যায়। মঞ্চে থাকা ব্যক্তিরা তাড়াহুড়ো করে নামতে যান। সেই সময়ই সিঁড়ি দিয়ে নামতে গিয়ে ভারসাম্য হারিয়ে দু জন মহিলা পড়ে যান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দমবন্ধ হয়ে তাঁদের মৃত্যু হয়েছে। নিহত দুই মহিলার মধ্যে একজনের পরিচয় জানা গিয়েছে। তাঁর নাম শান্তি দেবী (৬৮), বাড়ি বিজনৌরে।
বসপা অবশ্য পদপিষ্ট হয়ে দুই মহিলার মৃত্যুর কথা মানতে নারাজ। দলের রাজ্য সংগঠনের প্রধান রাম অচল রাজভরের দাবি, অতিরিক্ত গরম ও আর্দ্রতার ফলেই দুই মহিলার মৃত্যু হয়েছে। এদিন বসপা প্রতিষ্ঠাতা কাঁসিরামের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সভা আয়োজন করা হয়েছিল। সেখানেই এই দুর্ঘটনা ঘটেছে।
২০০২ সালেও লখনউয়ের চারবাগ রেলস্টেশনে বসপা-র সভা শেষে দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছিল এবং ২২ জন আহত হন। এদিনের দুর্ঘটনা সেই স্মৃতি ফিরিয়ে আনল।
মায়াবতীর সভা শেষে পদপিষ্ট হয়ে হত ২, আহত ২১
Web Desk, ABP Ananda
Updated at:
09 Oct 2016 05:03 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -