মুম্বই: মুম্বইয়ের কাফ প্যারেড এলাকায় অভিজাত আবাসন মেকার চেম্বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হল ২ জনের। ১১ জনকে উদ্ধার করা হয়েছে। সকাল ৬.৩৭ মিনিটে আগুন লাগে। দমকলের ১০টি ইঞ্জিনের ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
দমকল সূত্রে জানা গিয়েছে, ওই আবাসনের ‘এ’ উইংয়ে আগুন লাগে। সেই সময় সবাই ঘুমোচ্ছিলেন। স্বাভাবিকভাবেই আগুন দেখে আতঙ্ক ছড়ায়। তবে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি। শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে প্রাথমিক তদন্তে অনুমান।
ওই আবাসনে যেখানে আগুন লেগেছিল, সেটি বজাজ ইলেকট্রিক্যালসের সিএমডি শেখর বজাজের ফ্ল্যাট। ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে বজাজ পরিবারের ২ পরিচারকের। তবে বজাজ পরিবারের সদস্যরা সুরক্ষিত বলে জানিয়েছে পুলিশ।
মুম্বইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২
Web Desk, ABP Ananda
Updated at:
18 Oct 2016 09:28 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -