অশান্ত কাশ্মীর: সংঘর্ষে মৃত্যু আরও ২ জনের, মৃতের সংখ্যা বেড়ে ৭৫
Web Desk, ABP Ananda | 10 Sep 2016 01:21 PM (IST)
শ্রীনগর: অশান্ত কাশ্মীরে মৃত্যু মিছিল অব্যাহত। আজ পুলিশ-জনতা সংঘর্ষে মৃত্যু হয় আরও ২ জনের। এই নিয়ে উপত্যকায় মৃতের সংখ্যা বেড়ে ৭৫। পুলিশ আধিকারিক সূত্রে খবর, বিক্ষুব্ধ জনতা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়ছিল। তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল ছোঁড়ে পুলিশ। সেইসময় সেল লাগে সায়ার আহমেদ শেখ নামে এক বিক্ষোভকারী যুবকের মাথায়। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। অনন্তনাগ জেলায় নিরাপত্তারক্ষীদের গুলিতে মৃত্যু হয় ইয়াওয়ার ভাট নামে আরও এক যুবকের। দুটি এলাকায় বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনায় জখম হয়েছে বেশ কয়েকজন।