শ্রীনগর: নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে দক্ষিণ কাশ্মীরের কুলগামে খতম হল ২ লস্কর-ই-তৈবা জঙ্গি। নিহতদের মধ্যে রয়েছে শুক্রবার কেন্দ্রের ঘোষিত জঙ্গি-হিটলিস্টে থাকা এক লস্কর-কমান্ডারও। এছাড়া, আরও এক লস্কর জঙ্গি আত্মসমর্পণ করেছে বলে জানা গিয়েছে।
রাজ্য পুলিশের এক আধিকারিক জানান, এদিন দুপুরে জম্মু ও কাশ্মীর পুলিশের সশস্ত্র ফোর্স, সিআরপিএফ ও সেনা যৌথ বাহিনীর সঙ্গে গুলি বিনিময় শুরু হয়। আগামী ২৮ তারিখ থেকে শুরু হতে চলেছে অমরনাথ যাত্রা। তার আগে গোটা এলাকা ও সড়কে নিরাপত্তা জোরদার করতে রুট-জুড়ে তল্লাশি-অভিযান চালাচ্ছিল বাহিনী। সেই সময় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ বাঁধে।
বাহিনীর গুলিতে ২ জঙ্গির মৃত্যু হয়। এদের মধ্যে একজন হল লস্করের ডিভিসনাল কমান্ডার শাকুর আহমেদ দার। শুক্রবারই, কেন্দ্র ২১ জন জঙ্গির একটি হিটলিস্ট প্রকাশ করে।
সেখানে কুলগামের বাসিন্দা শাকুরকে এ+ শ্রেণিতে রাখা হয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়, শীঘ্রই, এই জঙ্গিদের খতম করতে অভিযানে নামবে বাহিনী। তার ৪৮-ঘণ্টার মধ্যেই তালিকায় থাকা এক জঙ্গির মৃত্যু হল।
শেষ খবর মেলা পর্যন্ত, দুপক্ষের মধ্যে গুলি বিনিময় চলছে।


আরও পড়ুন:


২১ শীর্ষ জঙ্গির তালিকা প্রকাশ, শীঘ্রই কাশ্মীরে নিকেশ অভিযান শুরু করবে সেনা