রাঁচি: গরু চুরি করার অভিযোগে ২ ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলল উত্তেজিত গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের গোড্ডা জেলায়। ডেপুটি কমিশনার কিরণকুমারী পাসি জানান, গতকাল রাতে দেওবন্দ পুলিশ স্টেশন এলাকায় গরু চোর সন্দেহে ২ ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলে গ্রামবাসীরা। এই ঘটনায় এখনও পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে গ্রামে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। খোদ জেলাশাসক পৌঁছেছেন সেখানে।