শ্রীনগর: ফের জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় সেনা-জঙ্গি সংঘর্ষ। ২ জঙ্গির মৃত্যু। জঙ্গিদের উপস্থিতির কথা জানতে পেরে পুলওয়ামার মালাওয়ারা গ্রামে অভিযান চালায় নিরাপত্তাবাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলার পর শুরু হয় গুলির লড়াই। মারা পড়ে ২ জঙ্গি। এনিয়ে গত সাতদিনে জম্মু-কাশ্মীরে অন্তত ৯ বার হামলা চালাল জঙ্গিরা। একদিকে, দক্ষিণের হায়দরাবাদে আইএস মডিউলের হদিশ। অন্যদিকে, উত্তরের জম্মু-কাশ্মীরে পরপর এক জঙ্গি হামলা।একের পর এক ঘটনায় সন্ত্রাস নিয়ে চিন্তা বাড়ছে ভারতীয় নিরাপত্তা এজেন্সিগুলির।