গতকাল সোপিয়ানেও সেনা-জঙ্গি সংঘর্ষ হয়। নিরাপত্তারক্ষীরা দুই হিজবুল জঙ্গিকে খতম করেন। একজন জঙ্গি আত্মসমর্পণ করে। কয়েক ঘণ্টার ব্যবধানে ফের একই ঘটনা দেখা গেল। কুলগামে রাতভর সংঘর্ষ, খতম ২ জঙ্গি গ্রেফতার ১, উদ্ধার একে ৪৭, ইনসাস
Web Desk, ABP Ananda | 11 Sep 2017 08:41 AM (IST)
শ্রীনগর: জম্মু ও কাশ্মীরে ফের সেনা-জঙ্গি সংঘর্ষ। রবিবার রাত থেকে শুরু হয় সংঘর্ষ। দুই হিজবুল মুজাহিদিন জঙ্গি খতম হয়েছে। এক জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে একে ৪৭ ও ইনসাস রাইফেল উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে কুলগাম জেলার খুদওয়ানি অঞ্চল ঘিরে ফেলে তল্লাশি চালাতে শুরু করেন নিরাপত্তারক্ষীরা। এই সময় জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। নিরাপত্তারক্ষীরাও পাল্টা জবাব দেন। শুরু হয়ে যায় গুলির লড়াই। এই লড়াইয়ে দুই জঙ্গি খতম হয় এবং এক জঙ্গি গ্রেফতার হয়।