শ্রীনগর: অনন্তনাগে সন্ত্রাসবাদী হামলায় ৫ সিআরপিএফ জওয়ান মৃত্যুর পরদিনই ২ লস্কর-ই-তৈবা জঙ্গি খতম হল নিরাপত্তাবাহিনীর সঙ্গে এনকাউন্টারে। শুক্রবার দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার অবন্তীপোরার ব্রাও বন্দিনা এলাকায় নিরাপত্তাবাহিনীর কর্ডন করে তল্লাসি অভিযানকে কেন্দ্র করে এনকাউন্টারের সূত্রপাত বলে জানিয়েছে পুলিশ। জনৈক পুলিশের মুখপাত্র জানান, এলাকা ঘিরে বাহিনীর তল্লাসির জবাবে তাদের নিশানা করে গুলি চালায় জঙ্গিরা। জবাব দেন বাহিনীর জওয়ানরাও।
সংঘর্ষে নিহত জঙ্গিদের শনাক্ত করা হয়েছে। এরা হল পুলওয়ামার নইনা লিটার এলাকার বাসিন্দা ইরফান আহমেদ ডেগু ওরফে আবু জারার ও কাদলাবল প্যাম্পোরের তাসাদুক আমিন শাহ। দুজনেই নিষিদ্ধ লস্করের সঙ্গে জড়িত ছিল, নিরাপত্তা সংস্থাগুলির ভবনের হামলা ও সাধারণ নাগরিকদের ওপর আক্রমণ সহ সন্ত্রাসমূলক অপরাধে যোগসাজশের অভিযোগে তাদের খোঁজ চলছিল বলে জানান পুলিশের মুখপাত্রটি।
তিনি বলেন, পুলিশের রেকর্ড অনুসারে, ডেগু ছিল সেই দলের একজন যারা এলাকায় দফায় দফায় সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা, তা কার্যকর করা ও একাধিক সাধারণ মানুষের ওপর হামলায় জড়িত ছিল। এক নিরীহ নাগরিকের হত্যায় হাত ছিল শাহের। দুজনের বিরুদ্ধেই বিভিন্ন সন্ত্রাসবাদী অপরাধের মামলা রয়েছে। সংঘর্ষস্থল থেকে অস্ত্রশস্ত্র, গোলাবারুদ সহ আপত্তিকর সামগ্রী উদ্ধার হওয়ার কথাও জানান মুখপাত্রটি।