কাশ্মীরে পৃথক সংঘর্ষে খতম ২ জঙ্গি
Web Desk, ABP Ananda | 14 Dec 2016 03:10 PM (IST)
শ্রীনগর: নিরাপত্তাবাহিনীর সঙ্গে অনন্তনাগ ও বারামুলায় দুটি পৃথক এনকাউন্টারে ২ জঙ্গির মৃত্যু হল জম্মু ও কাশ্মীরে। সংবাদসংস্থা সূত্রে খবর, এদিন সকালে অনন্তনাগের শ্রীগুফওয়ারা অঞ্চলের অন্তর্গত বিউরা গ্রামে সেনাবাহিনীর প্যাট্রল টিমের ওপর আচমকা হামলা চালায় কিছু সশস্ত্র জঙ্গি। পাল্টা জবাব দেন জওয়ানরা। বসিত আহমেদ দর নামে এক জঙ্গি খতম হয়। বাকিরা সেখান থেকে পালিয়ে যায়। তাদের খোঁজে গোটা এলাকা জুড়ে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। অন্যদিকে, উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার সোপোর শহরের বোমাই অঞ্চলে সকাল থেকে জঙ্গিদের খোঁজে শুরু হয় তল্লাশি অভিযান। সেখানেই এক জঙ্গির মৃত্যু হয়। পুলিশ সূত্রের খবর, নিহতের নাম সম্ভবত আবু বকর। সে লস্কর-ই-তৈবার শীর্ষ কম্যান্ডার।