আমদাবাদ: রাজ্যসভা নির্বাচন যত এগিয়ে আসছে, গুজরাতে তত বেশি ধাক্কা খাচ্ছে কংগ্রেস।
শুক্রবার, ২ কংগ্রেস বিধায়ক দল থেকে ইস্তফা দিলেন। ফলে সবমিলিয়ে এখনও পর্যন্ত পাঁচজন কংগ্রেস বিধায়ক দল ছাড়লেন। এর আগে গতকাল তিন বিধায়ক ইস্তফা দিয়েছিলেন।
এক এক করে দলীয় বিধায়ক দলত্যাগী হওয়ায় মহা সমস্যায় পড়েছে কংগ্রেস। কারণ ইতিমধ্যেই, দলের শীর্ষ নেতা আহমেদ পটেলকে রাজ্যসভা নির্বাচনে মনোনীত করেছে শতাব্দীপ্রাচীন দল। আগামী ৮ তারিখ নির্বাচন। এমতাবস্থায়, পটেলের জয়ের ওপর প্রশ্নচিহ্ন পড়তে শুরু করেছে।
বালাসিনোরের কংগ্রেস বিধায়ক মানসিংহ চৌহান এদিন সকালে স্পিকার রমনলাল ভোরার কাছে নিজের ইস্তফাপত্র জমা দেন। গতকাল রাতে বাঁসদার কং বিধায়ক চান্নাভাই চৌধুরী স্পিকারের বাড়ি গিয়ে ইস্তফা দিয়ে আসেন। এর ফলে, ১৮২ আসনের গুজরাত বিধানসভায় কংগ্রেসের শক্তি কমে দাঁড়াল ৫২।
গুজরাতে এমনিতেই কোনঠাসা হয়ে পড়েছে কংগ্রেস। এর আগে গতকাল সন্ধ্যা পর্যন্ত তিন বিধায়ক কংগ্রেস থেকে ইস্তফা দেন। সেই তালিকায় ছিলেন—বিধানসভায় দলের মুখ্য সচেতক বলবন্তসিংহ রাজপুত, তেজশ্রীবেন পটেল এবং প্রহ্লাদ পটেল। তিনজনই বিজেপিতে যোগ দেন।
তারও আগে, গত সপ্তাহে দল ছাড়েন প্রবীণ কংগ্রেস নেতা শঙ্করসিংহ বাঘেলা। চলতি বছরের শেষে গুজরাতে বিধানসভা নির্বাচন। দলের ভাঙন কীভাবে রোখা যায়, সেই নিয়ে দিশেহারা কংগ্রেস হাই-কম্যান্ড।