কচ্ছ (গুজরাত): ভারত-পাক সীমান্ত লাগোয়া গুজরাতের কচ্ছ অঞ্চলের ‘হারামি নালা’ খাঁড়িতে ২ পাকিস্তানি মৎস্যজীবীকে আটক করল বিএসএফ। বাজেয়াপ্ত করা হয়েছে তাদের ৩টি নৌকা।
সীমান্তরক্ষী বাহিনীর এক কর্তা জানান, বুধবার সকালে খাঁড়ির ‘ভার্টিকাল চ্যানেল’-এ নজরদারি চালানোর সময় ওই পাক মৎস্যজীবীদের দেখে সন্দেহ হওয়ায় তাদের আটক করা হয়।
জেরায় ২ জন স্বীকার করে, তারা পাক নাগরিক। তাদের সঙ্গে থাকা তিনটি নৌকাও বাজেয়াপ্ত করা হয়েছে। সেখান থেকে বেশ কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জেরা করার পর আটকদের স্থানীয় পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ। অতীতে, খাঁড়ির ভারতীয় দিকে মাছ ধরার জন্য বহু পাক মৎস্যজীবী ও মাছ ধরার নৌকা আটক করেছে বিএসএফ ও উপকূলরক্ষী বাহিনী।
গত ফেব্রুয়ারি মাসে এরকম ৪টি নৌকা আটক করে বিএসএফ। কিন্তু, আরোহীরা কোনওমতে ওপারে পালিয়ে যায়। এরপর এপ্রিল মাসেও একটি পরিত্যক্ত পাক নৌকা মেলে এই খাঁড়িতে।
এমনকী, যেহেতু গোটা খাঁড়ি অঞ্চলটিই উত্তেজনাপ্রবণ, তাই ভারতীয় মৎস্যজীবীদেরও এই অঞ্চলে মাছ ধরার অনুমতি দেওয়া হয় না।