নয়াদিল্লি: পাকিস্তানের বারংবার যুদ্ধবিরতি লঙ্ঘনের মুখের মতো জবাব ভারতীয় সেনার। জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখায় রাজৌরি জেলার ভীমবার গলি সেক্টরে নিহত ২ পাক সেনা। গতকাল রাজৌরি ও পুঞ্চ সেক্টরে তিন দফায় যুদ্ধবিরতি ভেঙে গুলি চালায় পাকিস্তান।এই এলাকার ফরোয়ার্ড পোস্ট ও জনবসতি লক্ষ্য করে মর্টার বোমা নিক্ষেপ ও গুলি চালায় পাক সেনা।
গত কয়েকদিনে নিয়ন্ত্রণরেখা বরাবর ১০ বার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। গত ১ জানুয়ারি থেকে জম্মু অঞ্চলে নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমানা বরাবর পাকিস্তান ১৪ বার যুদ্ধবিরতি ভেঙেছে। তাদের নির্বিচার গুলি বর্ষণে এক সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। জখম হয়েছে ৭ জন।
কাশ্মীরেও সন্ত্রাসবাদী হামলাও চলছে । মঙ্গলবার উপত্যকায় সাতটি গ্রেনেড হামলা ও গুলি বর্ষণের ঘটনায় ১৪ জন পুলিশ কর্মী জখম হয়েছেন। পুলিশের কাছ থেকে চারটি রাইফেল ছিনিয়ে নিয়েছে জঙ্গিরা।
এদিন ভারতীয় সেনার পাল্টা আঘাতে ভীমবার গলি সেক্টরে নিয়ন্ত্রণ রেখার ওপারে দুই পাক সেনার মৃত্যু হয়েছে। প্রতিরক্ষা সূত্রে এ কথা জানা গেছে।
প্রতিরক্ষা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মণীষ মেহতা বলেছেন, গতকাল নৌসেরা সেক্টরে সন্ধে থেকে পাকিস্তান বিনা প্ররোচনায় গুলি চালাতে শুরু করে। এর আগেও দুবার তারা যুদ্ধবিরতি ভাঙে। এর যোগ্য জবাব দেয় ভারতীয় সেনা। গত ১২ জুন পাকিস্তান তিনবার যুদ্ধবিরতি ভেঙেছিল।
নিয়ন্ত্রণ রেখায় মুখের মতো জবাব ভারতীয় বাহিনীর, নিহত ২ পাক সেনা
ABP Ananda, web desk
Updated at:
15 Jun 2017 09:01 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -