নয়াদিল্লি: মদ্যপ অবস্থায় বিমান চালানোর অপরাধে এয়ার ইন্ডিয়া এবং জেট এয়ারওয়েজের দুই বিমান চালককে চার বছরের জন্যে বরখাস্ত করল দুই বিমান সংস্থা। প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার দুই অভিযুক্ত বিমান চালকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করার নির্দেশ দিয়েছে, এবং তার একটা প্রতিলিপি সরকারের কাছে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।


গত ৩ অগাস্ট জেট এয়ারওয়েজের আবু ধাবি-চেন্নাইগামী বিমানে মদ্যপ অবস্থায় বিমান চালিয়েছিলেন ওই বিমান চালক। তাঁকে সঙ্গে সঙ্গে বরখাস্ত করে জেট কর্তৃপক্ষ।

সূত্রের খবর, মদ খেয়ে বিমানে ওঠার অপরাধে এয়ার ইন্ডিয়ার এক কেবিন ক্রুকেও আটক করা হয়। বিমান অবতরণের পর পরীক্ষার সময় ওই বিমান চালকের রক্তে মদের নমুনা পাওয়া যায়।

এয়ার ইন্ডিয়ার ওই কর্মী গত ১০ অগাস্ট মদ খেয়েছিলেন। শারজা-কোঝিকোড় বিমান অবতরণের পর সেটা প্রকাশ্যে আসে। প্রথমত এটাই ছিল মদ্যপ অবস্থায় কোনও বিমান চালকের প্রথম বিমান অবতরণ। সাধারণত বিমানে ওঠার আগেই এইধরনের পরীক্ষা হয়। এয়ার ইন্ডিয়ার কেবিন ক্রুকে এক বছরের জন্যে বরখাস্ত করা হয়েছে। এই দুই বিমানকর্মীকে মদ্যপ অবস্থায় আগেও ধরা হয়েছে, কিন্তু তখন ঘটনাটি বিমান ছাড়ার আগেই প্রকাশ্যে আসে।