অনন্তনাগ:  ২৪ ঘণ্টার মধ্যেই আবার রক্তাক্ত কাশ্মীর। বিএসএফের পর এবার লক্ষ্য পুলিশ। অনন্তনাগে বাসস্ট্যান্ডে টহলরত পুলিশকর্মীদের লক্ষ্য করে এলোপাথারি গুলি। শহিদ দুই পুলিশকর্মী।

জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর বসির আহমেদ ও কনস্টেবল রিয়াজ আহমেদের। গতকালই বিএসএফের কনভয়ে হামলা চালায় জঙ্গিরা। মৃত্যু হয় ৩ জওয়ানের। জখম হন আরও ৪ বিএসএফ জওয়ান।সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই অনন্তনাগে ফের জঙ্গি হামলায় মৃত্যু হল দুই পুলিশ কর্মীর।

আগামী ২২ জুন অনন্তনাগে নির্বাচন হওয়ার কথা। ওখান থেকেই নির্বাচনী লড়াই লড়ছেন মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতি। প্রসঙ্গত, জঙ্গিরা এই নির্বাচনী প্রক্রিয়ায় বাধা দিতেই এই হামলা করেছে বলে মনে করা হচ্ছে। কারণ, বিভিন্ন জঙ্গি সংগঠন ভোট বয়কটেরও ডাক দিয়েছে।