কর্মে অদক্ষতা, দুই পদস্থ পুলিশ অফিসারকে বাধ্যতামূলক অবসরে পাঠাল কেন্দ্র
ABP Ananda, web desk | 18 Jan 2017 12:24 PM (IST)
নয়াদিল্লি: কাজে অদক্ষতার জন্য দুই পদস্থ পুলিশ আধিকারিককে বাধ্যতামূলক অবসরের নির্দেশ দিল সরকার। আর এই ঘটনার মাধ্যমে দেশের আমলাতন্ত্রের কাছে কড়া বার্তা দিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। অল ইন্ডিয়া ডেথ কাম রিটায়ারমেন্ট রুল অনুযায়ী এই নির্দেশ দেওয়া হয়েছে। এই রুল অনুযায়ী, সরকারি চাকরির ক্ষেত্রে প্রতি ১৫ ও ২৫ বছর অন্তর কর্মদক্ষতার পর্যালোচনা করা হয়। কর্মদক্ষতা কাঙ্খিত মানের না হলে ব্যবস্থা নেওয়ারও সংস্থান রয়েছে। এরই ভিত্তিতে ১৯৯২ ব্যাচের ছত্তিশগঢ়ের অফিসার রাজ কুমার দেবগন এবং ১৯৯৮ ব্যাচের অরুণাচল প্রদেশ-গোয়া-মিজোরাম ও কেন্দ্র শাসিত অঞ্চলের অফিসার শীল চৌহানকে বাধ্যতামূলক অবসর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক পদস্থ আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ওই দুই অফিসারের বিরুদ্ধে অভিযোগ এসেছিল। মন্ত্রক ওই দুজনকে তিনমাসের বেতন সহ বাধ্যতামূলক অবসর দিয়েছে। উল্লেখ্য, কর্মীদের কর্মদক্ষতা সংক্রান্ত এই আইনটি দীর্ঘদিনের। কিন্তু এর ব্যবহার হয় কদাচিত্। এই আইন অনুযায়ী, যে অফিসাররা কর্তব্যপালনে সক্ষম নন বা সততা নিয়ে সংশয় রয়েছে তাঁদের জনস্বার্থে বাধ্যতামূলকভাবে অবসর দেওয়া হয়। ২০১৫-তে আমলাদের কাজকর্ম নিয়ে এই আইন অনুসরণ করার ব্যাপারে কঠোর অবস্থান নেয় মোদী সরকার। বলা হয়, আমলাদের কর্মদক্ষতা ৫০ বছরের পর পর্যালোচনা করতে হবে এবং অদক্ষদের বাধ্যতামূলকভাবে অবসর দিতে হবে। ওই আধিকারিক জানিয়েছেন, বিজেপি শাসিত সরকার সরকারি দফতরগুলি থেকে ‘নিষ্কর্মা’দের বিদায় করতে এই আইন মাঝেমধ্যেই ব্যবহার করেছে। মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে এখনও পর্যন্ত প্রায় ৬০ জন অফিসারকে অদক্ষতার দায়ে বরখাস্ত বা বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। ২০১৫-র ডিসেম্বরে সরকার সংসদে জানিয়েছিল যে, ১৩ অফিসারকে বরখাস্ত, সরানো বা বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে এবং অন্য ৪৫ জনের পেনশন ছাঁটাই হয়েছে।