পটনার স্কুলে শিশুকন্যাকে যৌন নির্যাতন, ধৃত ২ শিক্ষিকা
Web Desk, ABP Ananda | 05 Nov 2016 06:52 PM (IST)
পটনা: ফের স্কুলে যৌন নির্যাতনের শিকার ছাত্রী। মহারাষ্ট্রের পর এবার ঘটনাস্থল পটনা। একটি নামী স্কুলে পাঁচ বছর বয়সি কিন্ডারগার্টেনের ছাত্রীকে যৌন নির্যাতনের দায়ে গ্রেফতার করা হল দুই শিক্ষিকাকে। আদালতে পেশ করা হলে তাঁদের ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারপতি। পটনার পুলিশ সুপার চন্দন কুশওয়াহা বলেছেন, লোয়ার কেজিতে পড়া ওই ছাত্রীর পরিবারের লোকেরা মহিলা থানায় দুই শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তাঁরা বলেন, বেশ কিছুদিন ধরেই বাথরুমের পাশে একটি ঘরে নিয়ে গিয়ে শিশুটির উপর যৌন নির্যাতন চালাচ্ছিলেন দুই শিক্ষিকা। শিশুটি তার মা-কে একথা জানায়। এরপর তার বাড়ির লোকেরা স্কুলের প্রধান শিক্ষককে ঘটনার কথা জানালেও, তিনি কোনও ব্যবস্থা নেননি। শারীরিক পরীক্ষায় শিশুটির উপর যৌন নির্যাতনের প্রমাণ পাওয়া গিয়েছে। এরপরেই অভিযুক্ত দুই শিক্ষিকাকে গ্রেফতার করা হয়। স্কুলের প্রধান শিক্ষকের বয়ান নথিবদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।