ক্লাস ওয়ানের ছাত্রীকে ধর্ষণ ক্লাস ফাইভের তিন পড়ুয়ার! বরখাস্ত ২ শিক্ষামিত্র
Web Desk, ABP Ananda | 13 Jan 2018 09:56 PM (IST)
বুলন্দশহর: স্কুলের বাইরে প্রথম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠল পঞ্চম শ্রেণির তিন পড়ুয়ার বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের বুলন্দশহরে। অভিযোগ দায়েরের পর ওই স্কুলের দুই শিক্ষামিত্রকে বরখাস্ত করা হয়েছে। সাতজন শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে। মেয়েটির বাবার অভিযোগ, তিনি এই ঘটনার বিষয়ে স্কুলের অধ্যক্ষকে জানান। কিন্তু তিনি কোনও ব্যবস্থা নিতে রাজি হননি। স্থানীয় সংবাদমাধ্যমে এই ঘটনা প্রচারিত হওয়ার পরেই সংশ্লিষ্ট শিক্ষকদের বরখাস্ত ও সাসপেন্ড করা হয়। সরকারি স্কুলে এই ঘটনা ঘটায় নড়েচড়ে বসেছে শিক্ষা দফতর।