শ্রীনগর: কাশ্মীরের কুপওয়াড়ায় ২ জঙ্গিকে খতম করল সেনাবাহিনী। কিছুদিন আগে কুপওয়াড়ারই পঞ্ঝগ্রামে সেনা ছাউনিতে হামলা চালিয়েছিল এরা।
সেনার কাছে খবর আসে, কয়েকজন জঙ্গি স্থানীয় হান্দওয়াড়া এলাকায় গা ঢাকা দিয়ে রয়েছে। সেখানকার ভগতপুরা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে ২১ রাষ্ট্রীয় রাইফেলস। বেকায়দায় পড়ে জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। পাল্টা গুলিতে খতম হয় ২ জঙ্গি। ১০-১৫ মিনিট ধরে চলে অপারেশন। তাদের কাছ থেকে দুটি এ কে ৪৭ রাইফেল, দুটি পিস্তল ও দুটি গ্রেনেড উদ্ধার হয়েছে।
গত বছর থেকে গভীর রাতে বা কাকভোরে বারবার জঙ্গি নিশানায় এসেছে সেনা ছাউনি। তাই এবার নিজেদের রণকৌশলে বদল এনেছে সেনা। জঙ্গিদের ঘিরে ফেলে খতম করে দেওয়ার নীতি ধরে এগোচ্ছে তারা। মনে করা হচ্ছে, এবার থেকে তাদের আরও সক্রিয় দেখা যাবে।
সেনা ছাউনিতে হামলা চালানো ২ জঙ্গিকে কাশ্মীরের কুপওয়াড়ায় নিকেশ করল সেনা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 May 2017 07:50 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -