২ টাকার খাবার চুরির অপরাধে নগ্ন করে ২ শিশুকে প্যারেড করাল মুম্বইয়ের দোকানি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 May 2017 01:24 PM (IST)
প্রতীকী চিত্র
থানে: একজনের বয়স ৮, একজনের ৯। পাড়ার মিষ্টির দোকান থেকে এক প্যাকেট চাকলি তুলে খেয়ে ফেলেছিল ২ বন্ধু। এই অপরাধে তাদের চুল কেটে, জামাকাপড় খুলে, গলায় জুতোর মালা পরিয়ে গোটা এলাকা ঘোরালো ওই দোকানদার। মুম্বইয়ের থানের এই ঘটনায় চমকে উঠেছে মহারাষ্ট্র। অভিযুক্তের নাম মেহমুদ পাঠান। থানের উল্লাসনগর টাউনশিপের প্রেমনগর এলাকায় একটি মিষ্টির দোকান রয়েছে তার। ক্ষিদে পাওয়ায় সেখানেই আসে ছোট ছেলেদুটি। দোকানদারকে না বলে চাকলি নামে একটি খাবারের প্যাকেট তুলে নেয় তারা। প্রচণ্ড ক্ষিপ্ত মেহমুদ দুই জোয়ান ছেলেকে ডেকে নেয়। বাচ্চাদুটোকে ধরে ফেলে কেটে দেয় চুল। তারপর জামাকাপড় খুলে গলায় জুতোর মালা পরিয়ে ঘোরায় গোটা এলাকা। ছেলেদের অপমানে ক্রুদ্ধ বাবা মায়েরা স্থানীয় হিল লাইন পুলিশে অভিযোগ দায়ের করেন। গতকাল মাঝরাতের পর মেহমুদ ও তার দুই ছেলে ইরফান আর সালিমকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মানুষকে অপমান করতে অপরাধমূলক কার্যকলাপ, অপমান ও ইচ্ছাকৃতভাবে আঘাত করার অভিযোগ আনা হয়েছে। নালিশ দায়ের করা হয়েছে পকসো বা প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্টেও।