গুরগাঁও: হরিয়ানার গুরগাঁওয়ে গবাদি পশু চোরাচালানকারী সন্দেহে মঙ্গলবার দুজনকে নিগ্রহের অভিযোগ উঠল জনতার বিরুদ্ধে। এখান থেকে ৩ কিমি দূরে ইসলামপুর গ্রামের কাছে গতকাল সকালে ‘গোরক্ষা ইউনিট’ নামে একটি গোষ্ঠীর সদস্যরা দুটি পিকআপ ভ্যান আটকায় বলে জানিয়েছেন ওই বাহিনীর নেতৃত্ব দেওয়া সবিতা কাটারিয়া নামে এক ব্যক্তি।
গুরগাঁও পুলিশের পিআরও সুভাষ বোকান বলেন, পালওয়াল জেলার বাসিন্দা সাথিত আহমেদ ও তাঈদ নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থল থেকে চম্পট দেওয়া আরও দুজনের খোঁজে তল্লাশি চলছে। কাটারিয়ার দাবি, গ্রামবাসীরা দুটি গাড়ির ভিতরে গোমাংস দেখতে পেয়ে উত্তেজিত হয়ে ওঠেন, মারধর করেন আহমেদ ও তাঈদকে।
দুজনকেই গ্রেফতার করা হয়েছে। দিল্লিতে পাঠানোর বরাত পেয়ে অভিযুক্তরা ওই গোমাংস নিয়ে যাচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। দুটি গাড়িই বাজেয়াপ্ত করেছে তারা। পুলিশ বলেছে, হরিয়ানা গোবংশ সংরক্ষণ ও গোসংবর্ধন আইন, ২০১৫-র নানা ধারায় একটি এফআইআর দায়ের করেছি আমরা।
গুরগাঁওয়ে গবাদি পশু চোরাচালানকারী সন্দেহে দুজনকে ‘গোরক্ষা ইউনিট’-এর মারধর ও গ্রেফতার
Web Desk, ABP Ananda
Updated at:
26 Jun 2019 02:02 PM (IST)
গুরগাঁও পুলিশের পিআরও সুভাষ বোকান বলেন, পালওয়াল জেলার বাসিন্দা সাথিত আহমেদ ও তাঈদ নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থল থেকে চম্পট দেওয়া আরও দুজনের খোঁজে তল্লাশি চলছে।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -