আইআইটি মাদ্রাজ ক্যাম্পাসে ২ মহিলার রহস্যময় মৃত্যু
ABP Ananda, web desk | 14 Jul 2016 03:12 AM (IST)
চেন্নাই: আইআইটি মাদ্রাজ ক্যাম্পাসে একইদিনে রহস্যময়ভাবে মারা গেলেন দুই মহিলা। মনে করা হচ্ছে, এঁরা দুজনেই আত্মহত্যা করেছেন। এঁদের মধ্যে একজন রিসার্চ স্কলার, অন্যজন এক অধ্যাপকের স্ত্রী। নিজের নিজের ঘরে এঁদের ঝুলন্ত দেহ পাওয়া যায়। মৃতদের একজনের নাম পি মাহেশ্বরী। পোস্ট ডক্টরাল রিসার্চ স্কলার মাহেশ্বরীর দেহ উদ্ধার হয়েছে তাঁর হস্টেল রুম থেকে। ৩৪ বছরের এই গবেষক কেন আত্মহত্যা করলেন তা জানার চেষ্টা করছে পুলিশ। তাঁর পরিবারকে এ ব্যাপারে খবর দেওয়া হয়েছে। দ্বিতীয়জন ৪৭ বছরের বিজয়লক্ষ্মী, তিনি ছিলেন আইআইটির ফিজিক্সের অধ্যাপক গণেশনের স্ত্রী। বুধবার দুপুরে কোয়ার্টারের ভেতর তাঁর দেহ উদ্ধার হয়। এর ঘণ্টাখানেক পর উদ্ধার হয় মাহেশ্বরীর দেহ। দুই সন্তানের মা বিজয়লক্ষ্মীর বন্ধুরা জানিয়েছেন, তিনি নিঃসঙ্গ ওই মহিলা হতাশায় ভুগছিলেন। বড় ছেলের স্বাস্থ্য নিয়ে চিন্তিত ছিলেন তিনি, এর আগেও আত্মহত্যার চেষ্টা করেন। গোটা বিষয়টি নিয়ে পুলিশ তদন্তে নেমেছে।