পুলিশের তল্লাশির সময় দড়ি বেয়ে পালাতে গিয়ে চার তলা থেকে পড়ে মৃত্যু দুই 'যৌন কর্মী'র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Apr 2018 10:04 AM (IST)
ফাইল ছবি
মুম্বই: দক্ষিণ মুম্বইয়ে গ্রান্ড রোড এলাকায় পুলিশের তল্লাশির সময় পালাতে গিয়ে একটি বিল্ডিংয়ের চার তলা থেকে পড়ে মৃত্যু দুই মহিলার। তাঁর যৌন কর্মী বলে অভিযোগ। পুলিশ সূত্রে এ কথা জানা গেছে। পুলিশের এক আধিকারিক বলেছেন, গতকাল রাত সাড়ে দশটা নাগাদ ডিবি মার্গ এলাকায় ওম বিল্ডিংয়ে ঘটনাটি ঘটেছে। রেল লাইট এলাকা বলে পরিচিত ওই এলাকায় পুলিশের একটি দল টহল দিচ্ছিল। 'খোঁজখবরে'র জন্য ওই বিল্ডিংয়ে পুলিশের দল পৌঁছতেই নিচে থাকা এক ব্যক্তি অন্যদের সতর্ক করে দেন। সঙ্গে সঙ্গে ওই বিল্ডিংয়ের উপরের তলগুলিতে থাকা যৌন কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।এরইমধ্যে দুই মহিলা চার তলার জানালা দিয়ে দড়ি বেয়ে নিচে নামার চেষ্টা করেন। কিন্তু নামার সময় দড়িতে তাঁদের হাত ফস্কে যায় এবং তাঁরা নিচে পড়ে যান। পুলিশ তাঁদের বাইকুল্লার সরকারি জেজে হাসপাতালে নিয়ে যায়। চিকিত্সা চলাকালেই ওই দুই মহিলার মৃত্যু হয় বলে পুলিশের ওই আধিকারিক জানিয়েছেন। মৃতদের মধ্যে একজনের বয়স ৫০ এবং অন্যজনের ৩০-র কোটায়। দুজনেই পশ্চিমবঙ্গ থেকে এসেছিলেন বলে পুলিশ জানিয়েছে। ডিবি মার্গ পুলিশ দুর্ঘটনাজনিত কারণে মৃত্যুর একটি মামলা দায়ের করেছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।