মথুরা: লিভ-ইন সম্পর্কে জড়িয়ে একসঙ্গে নিজেদের বাড়ি ছেড়ে বেরিয়ে গেলেন মথুরার মহাবন তহসিলের ২১ বছরের সনিয়া, ২০ বছর বয়সি রিনা। পরস্পরকে বিয়ে করতে চান এই দুই মহিলা। কিন্তু এ ব্যাপারে বাড়ির লোকজনের সম্মতি আদায়ে ব্যর্থ হয়ে তাঁরা সিদ্ধান্ত নেন, বাড়ি ছেড়ে নিজেরা কোথাও একসঙ্গে থাকবেন।
সনিয়া সাত বছর আগে বিয়ের পর শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়ি ফিরে আসেন। তাঁর সঙ্গে ভালবাসা হয় আনাউদায় তাঁরই টেলারিং স্কুলের ছাত্রী রিনার।
সনিয়া বলেছেন, অভিভাবকদের বোঝাতে না পেরে আমরা পুলিশকে ডাকি। স্থানীয় পুলিশ অফিসার অনিল কুমার বলেছেন, প্রথমে আমরা ওদের সিদ্ধান্ত বদলের জন্য বোঝানোর চেষ্টা করি। কিন্তু দুজনেই বাড়ি ছাড়ার সিদ্ধান্তে অনড়। ওদের অভিভাবকদের থানায় ডেকে আনা হয়। ডিএসপি অনিল কু্মার বলেছেন, দুজনের পরিবারই ওদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। ওরা লিভ ইন সম্পর্কে একসঙ্গে থাকবে বলে অজ্ঞাত স্থানে চলে গিয়েছে। পুলিশকর্তাটি বলেন, সুপ্রিম কোর্টের রায় থাকায় আইনতঃ ওরা লিভ ইন করতেই পারে।
থানা ছেড়ে চলে যাওয়ার আগে সনিয়া বলেন, পরিবারের লোকজন তাঁদের জীবন বিপন্ন করতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা, তাই দুজনে কোনও এক অজ্ঞাত স্থানে চলে যাচ্ছেন, সেখানেই থাকবেন।
বিয়ে করতে চান, লিভ-ইন সম্পর্কে জড়িয়ে 'প্রাণভয়ে' ঘর ছাড়লেন মথুরার দুই মেয়ে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Feb 2017 04:17 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -