ইন্দৌর: ফের তন্ত্রবিদ্যার বলি শিশু! পুত্রসন্তান লাভের আশায় তান্ত্রিকের কথায় প্রতিবেশীর ২ বছরের শিশুকে অপহরণ করে তার ওপর তন্ত্রসাধনা চালিয়ে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ উঠল প্রতিবেশী দম্পতির বিরুদ্ধে। ঘটনাস্থল মধ্যপ্রদেশ।


খবরে প্রকাশ, ইন্দৌরের আইজি হরিনারায়ণচারী মিশ্রর দাবি, মূল অভিযুক্ত ৩৬ বছরের দিলীপ বাগরি পেশায় স্কুলবাস চালক। প্রথম বিয়ে থেকে তার দুই মেয়ে হয়। ১২ বছর আগে প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দু-দুবার বিয়ে করে দিলীপ। কিন্তু, কোনও স্ত্রী-ই সন্তানের জন্ম দিতে না পারায় দিলীপের পুত্রলাভের আশা অপূর্ণ থকে যায়য়।


ডিআইজি বলেন, এরপর স্বামী ও দুই স্ত্রী পুত্রের আশায় তান্ত্রিকের শরণাপন্ন হয়। অভিযোগ, তান্ত্রিক তাদের উপদেশ দেয়, কোনও শিশুপুত্রকে বলি দিতে হবে। তবেই তাদের ‘মনস্কামনা’ পূর্ণ হবে।  তান্ত্রিকের কথামতো, গত ৯ জুন প্রতিবেশীর ২ বছরের ছেলেকে অপহরণ করে তিনজন।


অভিযোগ, সেদিন রাতেই, তান্ত্রিকের ডেরায় গিয়ে ছোট্ট শিশুর ওপর নারকীয় অত্যাচার চালানো হয়। শিশুটির শরীরে সূচ বিঁধে তার ওপর তন্ত্রসাধনা করা হয়। সূচের ব্যথায় শিশুটি চিৎকার শুরু করলে, দিলীপ তার মুখে কাপড় বেঁধে দেয়। কিন্তু, সেই করতে গিয়ে শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় শিশুটির।


সোমবার দিলীপ ও তার দুই স্ত্রীকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটানার পর থেকেই পলাতক অভিযুক্ত তান্ত্রিক। তার খোঁজ চলছে।