নয়াদিল্লি: মাত্র ২ বছর বয়স। করোনাভাইরাস পজিটিভ।  সে একা নয়, তার মা-ও প্রাণঘাতী ভাইরাসে সংক্রমিত হয়েছেন। দুজনের চিকিত্সা চলছে পঞ্জাবের নওয়ানশহর সিটি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে। শনিবারটা বাচ্চাটার কাছে স্পেশাল হয়ে উঠেছিল। কেন জানেন? শনিবার ছিল ওর জন্মদিন। দুইয়ে পা দিল সে। জন্মদিন জেনে বাচ্চাটার মুখে হাসি ফোটাতে হাসপাতালের কর্মীরা ‘সারপ্রাইজ গিফট’ দিলেন। ক্যান্ডি, চকোলেট আর একটা বেবি স্যুট-এই সামান্য উপহার কিনে আনলেন তাঁরা।


সিনিয়র মেডিকেল অফিসার  হরিন্দর সিংহ জানান, বাচ্চাটাকে কেক কিনে কিনে দেওয়ার কথা ভাবা হয়েছিল, কিন্তু লকডাউনের জন্য দোকানপাট বন্ধ, বিধিনিষেধ বহাল রয়েছে বলে সেই সাধ পূরণ করা গেল না।

বাচ্চাটি সম্প্রতি করোনাভাইরাস পজিটিভ বেরনোর পর মারা যাওয়া নওয়ানশহরের ৭০ বছর বয়সি এক ব্যক্তির নাতি। ভদ্রলোকের  অন্তত  ১৪ জন পরিবারের সদস্য তাঁর থেকে মারণ ভাইরাসে সংক্রমিত হয়েছেন।