পালঘর (মহারাষ্ট্র): বৈধ পাসপোর্ট ছাড়াই ভারতে বসবাস করায় ২ বছরের সশ্রম কারাদন্ড বাংলাদেশির। বাবু রজক মন্ডল নামে ওই ৫৪ বছর বয়সি বাংলাদেশি নাগরিকের ২০ হাজার টাকা জরিমানাও ধার্য করেছেন পালঘরের দাহানুর অতিরিক্ত দায়রা বিচারক জে আর মুলানি । তিনি স্থানীয় মন্দিরে পূজারীর কাজ করছিলেন।
অতিরিক্ত সরকারি কৌঁসুলি মনীষা পারমার আদালতে বলেন, বৈধ নথি, কাগজপত্র ছাড়াই ওই বাংলাদেশি এ দেশে রয়েছেন বলে এক স্থানীয় বাসিন্দার অভিযোগের ভিত্তিকে তাঁকে ২০১৩-র সেপ্টেম্বরে গ্রেফতার করে দাহানু পুলিশ।
ভারতীয় দণ্ডবিধির প্রতারণা, জালিয়াতি, ভুয়ো নথিকে আসল বলে চালানো সংক্রান্ত ধারা ও পাসপোর্ট এবং বিদেশি আইনের সংশ্লিষ্ট ধারায় বিচার হয় বাবু রজকের।
ওই বাংলাদেশির বিরুদ্ধে বেআইনি ভাবে ভারতে বসবাসের অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন বিচারক।