পালঘরে মন্দিরের পূজারী! বৈধ পাসপোর্ট ছাড়াই ভারতে বসবাস, ২ বছরের সশ্রম কারাদণ্ড, জরিমানা বাংলাদেশির
Web Desk, ABP Ananda
Updated at:
29 Mar 2018 03:21 PM (IST)
পালঘর (মহারাষ্ট্র): বৈধ পাসপোর্ট ছাড়াই ভারতে বসবাস করায় ২ বছরের সশ্রম কারাদন্ড বাংলাদেশির। বাবু রজক মন্ডল নামে ওই ৫৪ বছর বয়সি বাংলাদেশি নাগরিকের ২০ হাজার টাকা জরিমানাও ধার্য করেছেন পালঘরের দাহানুর অতিরিক্ত দায়রা বিচারক জে আর মুলানি । তিনি স্থানীয় মন্দিরে পূজারীর কাজ করছিলেন।
অতিরিক্ত সরকারি কৌঁসুলি মনীষা পারমার আদালতে বলেন, বৈধ নথি, কাগজপত্র ছাড়াই ওই বাংলাদেশি এ দেশে রয়েছেন বলে এক স্থানীয় বাসিন্দার অভিযোগের ভিত্তিকে তাঁকে ২০১৩-র সেপ্টেম্বরে গ্রেফতার করে দাহানু পুলিশ।
ভারতীয় দণ্ডবিধির প্রতারণা, জালিয়াতি, ভুয়ো নথিকে আসল বলে চালানো সংক্রান্ত ধারা ও পাসপোর্ট এবং বিদেশি আইনের সংশ্লিষ্ট ধারায় বিচার হয় বাবু রজকের।
ওই বাংলাদেশির বিরুদ্ধে বেআইনি ভাবে ভারতে বসবাসের অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন বিচারক।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -