আমদাবাদ: আমদাবাদের সরকারি হাসপাতালে তিনদিনে অন্তত ২০টি শিশুর মৃত্যর ঘটনা নিয়ে বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করল কংগ্রেস। গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানির পদত্যাগের দাবি জানিয়েছেন কংগ্রেস নেতা জয়বীর শেরজিল। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সভাপতি অমিত শাহেরও তীব্র সমালোচনা করেছেন। জয়বীরের দাবি, শিশুমৃত্যুর জন্য মোদী ও অমিতও দায়ী।

কংগ্রেসের অভিযোগ, রাজনৈতিক স্বার্থে চিকিৎসকদের নিজেদের কাজে ব্যবহার করছে বিজেপি। সেই কারণেই গুজরাতের সরকারি হাসপাতালগুলির বেহাল দশা। শিশুমৃত্যুর দুর্ভাগ্যজনক ঘটনা নয়, শিশুদের ঠান্ডা মাথায় খুন করছে রাজ্য প্রশাসন। মোদীকে তীব্র আক্রমণ করে জয়বীর বলেছেন, ‘প্রধানমন্ত্রী কি শিশুমৃত্যুতে হৃদয়ে ব্যথা অনুভব করেন না? তাঁর কি মৃত শিশুদের পরিবারের প্রতি সমবেদনা নেই? মন কি বাত-এ নিজের কথা বলার বদলে তাঁর দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত। বিশেষ করে মৃত শিশুদের পরিবারের কাছে ক্ষমা উচিত। বিজেপি-শাসিত প্রশাসনের অপরাধমূলক গাফিলতির ফলেই এই শিশুগুলির মৃত্যু হয়েছে। গুজরাত, উত্তরপ্রদেশ, রাজস্থান সহ দেশের বিভিন্ন প্রান্তে শিশুমৃত্যুর ঘটনার জবাব দিতে হবে মোদী ও অমিত শাহকে। গুজরাতের মুখ্যমন্ত্রী অবিলম্বে ইস্তফা দিন।’