প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যাত্রী মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করে ট্যুইট করেছেন। লিখেছেন, জম্মু ও কাশ্মীরের দুর্ঘটনা হৃদয়বিদারক। নিহতদের সবার জন্য শোক জানাই। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য রইল সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
দুর্ঘটনাগ্রস্ত বাস থেকে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার কাজে প্রথমে হাত মেলান স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের অভিমত, বহন ক্ষমতার অতিরিক্ত যাত্রী তোলা, বেশি জোরে বাস চালানো, বহু ব্যবহারে জীর্ণ, বেহাল বাস রাস্তায় নামানো-এসব কারণেই ডোডা, কিস্তোয়ার, রাজোরি, পুঞ্চে সম্প্রতি বেশ কয়েকটি দুর্ঘটনা হয়েছে। ২৭ জুন রাজৌরি, পুঞ্চের মধ্যে সংযোগ রক্ষাকারী মুঘল রোডের পির কি গলি এলাকায় মর্মান্তিক বাস দুর্ঘটনায় একটি বেসরকারি প্রাইভেট কম্পিউটার ট্রেনিং প্রতিষ্ঠানের ১১ পড়ুয়া প্রাণ হারায়। এর জেরে পুঞ্চ প্রশাসন তাদের বিশেষ অনুমতি ছাড়া পড়ুয়াদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে দলবেঁধে আনন্দ করতে নিয়ে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করে।