নয়াদিল্লি: শালিমার বাগে গণধর্ষণের পর ৫ দিন কাটতে না কাটতেই রাজধানীতে ফের গণধর্ষণ। ২০ বছরের এক তরুণীকে জাহাঙ্গিরপুরীকে ৫ কিশোর ধর্ষণ করেছে বলে অভিযোগ। কয়েকজন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।
অভিযোগকারিণী পুলিশকে বলেছেন, বুধবার রাত ১০টা নাগাদ জাহাঙ্গিরপুরীতে পুরনিগমের আবর্জনা ফেলার জায়গার পাশে তাঁর সঙ্গে ওই ৫ কিশোরের দেখা হয়। তারা তাঁকে কাছে কর্পোরেশনের বহুতলের পিছনে একটি নির্জন জায়গায় টেনে নিয়ে গিয়ে পরপর ধর্ষণ করে। চিৎকার করলে বা কারও কাছে এ ব্যাপারে জানালে খুনের হুমকি দেয়।
গতকাল বিকেলে ওই তরুণী তাঁর এক ঘনিষ্ঠ আত্মীয়কে বিষয়টি জানান। খবর যায় পুলিশে। ডাক্তারি পরীক্ষায় গণধর্ষণের প্রমাণ মিলেছে। কাউন্সেলিং চলছে তাঁর। সন্দেহভাজনদের আটক করেছে পুলিশ, তাদের জেরা করা চলছে। ওই তরুণী অভিযুক্তদের সঙ্গে এক কলোনিতে থাকেন। তাঁর পরিবারের লোকেরা অভিযুক্তদের চেনেনও। পুলিশ জানিয়েছে, তারা স্কুলছুট, কর্পোরেশনের আবর্জনা ফেলার আংশিক সময়ের কাজ করে। যদি দেখা যায়, তাদের বয়স ১৮ হয়েছে, তবে তাদের ম্যাজিস্ট্রেটের সামনে আনা হবে।
অন্যদিকে শালিমার বাগে এক কিশোরীর গণধর্ষণের ঘটনায় ৪৫০-র বেশি ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মেয়েটির পুরুষ বন্ধুর ভূমিকা বোঝার জন্য তাকেও জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার পর একটি কালো মোটরবাইকে করে পালায় ৩ অভিযুক্ত। সেই বাইকটির খোঁজে এখনও পর্যন্ত ৫০-এর বেশি বাইক তল্লাশি করেছে পুলিশ।
দিল্লিতে ফের গণধর্ষণ, আটক কয়েকজন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Dec 2017 08:07 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -