২১ বছরের আগে বিয়ে করায় গ্রেফতার তরুণ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Oct 2017 07:19 AM (IST)
ইন্দোর: নির্ধারিত ২১ বছর বয়সে পৌঁছনোর প্রায় ছয়মাস আগে বিয়ে করায় এক তরুণকে গ্রেফতার করল পুলিশ। মহিলা ও শিশু উন্নয়ণ বিভাগের অভিযোগের ভিত্তিতে অজয় নামে ওই তরুণকে বাল্য বিবাহ প্রতিরোধ আইন, ২০০৬ (পিসিএমএ)-এর আওতায় গ্রেফতার করা হয়েছে। বিজয় নগর থানার পুলিশ ইন্সপেক্টর সুধীর কুমার দাস এ কথা জানিয়েছেন। আইন অনুসারে, বিয়ের সময় ছেলেদের বয়স ন্যুনতম ২১ এবং মেয়েদের বয়স ১৮ হতে হবে। অভিযোগ, কুড়ি বছর ছয় মাস বয়সের অজয় তাঁর বান্ধবীকে গত ১০ অক্টোবর একটি মন্দিরে বিয়ে করেন। তাঁর স্ত্রীর বয়স ২০। সেই বেআইনি বিয়ে অজয় নোটারিও করেন। বাল্য বিবাহ প্রতিরোধ আইনে ১৮ বছরের উর্দ্ধে কিন্তু ২১ বছরের কম বয়সে বিয়ে করলে কোনও পুরুষের দুই বছরের কারাদণ্ড বা এক লক্ষ টাকা জরিমানা বা উভয় ধরনের শাস্তির সংস্থান রয়েছে।