দিল্লিতে ধর্ষণের পর ৫ তলা থেকে ছুঁড়ে ফেলা হল ২০ বছরের তরুণীকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Aug 2017 09:30 AM (IST)
নয়াদিল্লি: রাজধানীতে ফের মহিলাকে ধর্ষণের পর খুনের চেষ্টা। রোহিণীর বেগমপুর এলাকায় ২০ বছরের এক তরুণীকে ধর্ষণের পর ছুঁড়ে ফেলা হয়েছে এক বহুতলের ৫ তলা থেকে। ঘটনায় ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ১০ তারিখ গভীর রাতে ঘটেছে এই ঘটনা। মহিলার অবস্থা গুরুতর, পুলিশ এখনও তাঁর বয়ান নিতে পারেনি। জানা গিয়েছে, ওই তরুণী সে রাতে তাঁর প্রেমিক ও এক বান্ধবীর সঙ্গে বেরিয়েছিলেন, ২২ বছর বয়সি ওই অভিযুক্তও ছিল সঙ্গে। ফেরার সময় সে বলে, বাড়ি থেকে গাড়ি নিয়ে সেই ঘরে পৌঁছে দেবে মেয়েটিকে। এরপর তাঁর প্রেমিক ও বান্ধবী রমা বিহার থেকে অটোরিকশা ধরেন। একটু পরেই তাঁরা দেখেন, রাস্তার লোক একদিকে দৌড়চ্ছে, শোনেন, ৫ তলা থেকে এক মহিলাকে ফেলে দিয়ে একজন পালানোর চেষ্টা করেছে। সন্দেহ করা হচ্ছে, বহুতলে নিয়ে গিয়ে মেয়েটিকে ধর্ষণ করার চেষ্টা করে ওই ব্যক্তি। তিনি বাধা দিলে তাঁকে ওপর থেকে ছুঁড়ে ফেলে দেয়। মেয়েটির পরিবারের অভিযোগ, ধর্ষণের সময় আরও একজন ঘটনাস্থলে ছিল। কিন্তু এখনও পর্যন্ত একজনকেই গ্রেফতার করতে পেরেছে পুলিশ।