বয়সে ছোট প্রেমিকের সঙ্গে বাড়ি থেকে পালানোয় ২০ বছরের তরুণীকে কুপিয়ে খুন বাবার
ABP Ananda, web desk | 25 Jun 2018 05:03 PM (IST)
জয়পুর: ২০ বছরের তরুণীকে কুপিয়ে খুন করল বাবা। এই ঘটনাকে পরিবারের সম্মান রক্ষায় হত্যা (অনার কিলিং) বলেই মনে করা হচ্ছে। রাজস্থানের শ্রীগঙ্গানগর জেলার আনুপগড়ের ২৭এ গ্রামে এই ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। আনুপগড়ের এসএইচও নরেশ কুমার জানিয়েছেন, গত শনিবার অভিযুক্ত বলবীর সিংহ (৪৫) তাঁর ঘুমন্ত মেয়ের ওপর কুড়ুল নিয়ে চড়াও হয়। তাদেরই সম্প্রদায়ের একটি ছেলের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে মেয়েটির। বিয়েতে বাবা-মা বাধা দিতে পারে বলে আশঙ্কায় দুজনে বাড়ি থেকে পালিয়ে যায়। মেয়েটির পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তি পুলিশ যুগলের সন্ধান করে। পরিবারের সদস্যরা দুজনের বিয়েতে সহমত হওয়ায় বিষয়টি মিটমাট করে নেওয়া হয় বলে নরেশ কুমার জানিয়েছেন। কিন্তু এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি মেয়েটির বাবা। এ জন্য মেয়েকে খুনের ছক কষে অভিযুক্ত।