মুম্বই: ২০০২-০৩ সালে মুম্বই মহানগরী কাঁপিয়ে দেওয়া তিন বিস্ফোরণে দোষী তিনজনের যাবজ্জীবন কারাবাসের সাজা হল। এদের মধ্যে আছে মূল দোষী মুজাম্মিল আনসারি।  বুধবার মুম্বইয়ের বিশেষ পোটা আদালত আনসারির পাশাপাশি ওয়াহিদ আনসারি, ফারহান খোটকেও যাবজ্জীবন জেলের সাজা ঘোষণা করেছে।


আরও চারজনের ১০ বছরের কারাদণ্ড হয়েছে। এদের অন্যতম হল নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন সিমি-র সাধারণ সম্পাদক সাকিব নাচান। আরও তিনজনের ২ বছরের কারাদণ্ড ঘোষণা করেছে পোটা আদালত।

 

আজ বিশেষ টাডা বিচারক পি আর দেশমুখ সব মিলিয়ে যে ১০ জনকে সাজা দিলেন, তাদের দোষী সাব্যস্ত করা হয়েছিল গত ২৯ মার্চ। তারপর সাজার মাত্রা, মেয়াদ নিয়ে বিশেষ সরকারি কৌঁসুলি ও আসামী পক্ষের আইনজীবীরা নিজ নিজ বক্তব্য পেশ করেন। সেই পর্ব শেষ হয় গতকাল।

 

প্রসঙ্গত, ২০০২-এর ৬ ডিসেম্বর বিস্ফোরণ হয় মুম্বই সেন্ট্রাস বাস টারমিনাসে ম্যাকডোনাল্ডস-এর খাবারের দোকানে। ২০০৩-এর ২৭ জানুয়ারি বিস্ফোরণে কেঁপে ওঠে ভিলে পার্লে মার্কেট। তৃতীয় বিস্ফেরণটি হয় সে বছরের ১৩ মার্চ, মুলন্দের কাছে শহরতলির ট্রেনের মহিলা ফার্স্ট ক্লাস কামরায়।  তিন মাসের মধ্যে ঘটে যাওয়া বিস্ফোরণগুলি ছিল একই ছকের ফসল। ১২ জন নিহত হয়েছিল। জখম হয় শতাধিক লোক।