নয়াদিল্লি: ২০০৮-এর মালেগাঁও বিস্ফোরণ মামলায় জামিন পেলেন ঘটনার অন্যতম অভিযুক্ত শ্রীকান্ত প্রসাদ পুরোহিত। আজ সুপ্রিম কোর্ট তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেছে। ৯ বছর ধরে জেলে রয়েছেন তিনি।


জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ অবশ্য মামলার শেষ শুনানিতে জামিনের আবেদনের বিরোধিতা করে। তাদের যুক্তি ছিল, পুরোহিতের বিরুদ্ধে যথেষ্ট অভিযোগ রয়েছে। কিন্তু সব দিক বিবেচনা করে সুপ্রিম কোর্ট তাঁর জামিন মঞ্জুর করে।

বম্বে হাইকোর্ট জামিনের আবেদন খারিজ করে দিলে শীর্ষ আদালতের দ্বারস্থ হন লেফটেন্যান্ট কর্নেল পুরোহিত। বরিষ্ঠ আইনজীবী হরিশ সালভে তাঁর হয়ে সওয়াল করতে নেমে বলেন, গত ৯ বছর ধরে জেলে রয়েছেন তিনি, অথচ এখনও তাঁর বিরুদ্ধে কোনওরকম চার্জ গঠন করা হয়নি। তাঁর বিরুদ্ধে মহারাষ্ট্র কন্ট্রোল অফ অর্গানাইজড ক্রাইম অ্যাক্ট বা মকোকায় যে অভিযোগ আনা হয়েছিল, তাও তুলে নেওয়া হয়েছে। অতএব তাঁকে জামিন দেওয়া হোক।

এরপর আজ কিছু শর্তসাপেক্ষে শীর্ষ আদালত তাঁকে জামিন দেয়। এর আগে এই মামলায় আর এক অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞাকেও জামিন দিয়েছে বম্বে হাইকোর্ট।

২০০৮-এর ২৯ সেপ্টেম্বর উত্তর মহারাষ্ট্রের মালেগাঁওতে বোমা ফেটে ৭ জনের মৃত্যু হয়।