নয়াদিল্লি: ২০১৪-তে ২১ শত কোটি ডলার মূল্যের কালো টাকা ভারতের বাইরে পাচার হয়ে গিয়েছে। এমনই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি (জিএফআই)। পাচার হওয়ার এই কালো টাকার পরিমাণ এর আগের বছরের তুলনায় ১৯ শতাংশ বেশি। জিএফআই-র রিপোর্টে এই প্রথম ভারতে যে পরিমাণ বেআইনি অর্থ ঢুকছে, তার তথ্যও দেওয়া হয়েছে। টাকা বিদেশে পাচার হওয়ার পাশাপাশি অবৈধ অর্থের এই যোগানও অর্থনীতির পক্ষে চরম ক্ষতিকারক। জিএফআই-এর রিপোর্ট অনুযায়ী ২০১৪ তে  ভারতে প্রায় ১০১ শত কোটি ডলার মূল্যের বেআইনি অর্থ ভারতে এসেছে। আগের বছরের তুলনায় যা ১১ শতাংশ বেশি। রিপোর্টে সমগ্র বিশ্বে অর্থের বেআইনি পাচারের পরিসংখ্যান দেওয়া হয়েছে জিএফআই-এর রিপোর্টে। এ ধরনে অবৈধ কারবার আটকাতে রিপোর্টে সুপ্রশিক্ষিত ও শুল্ক আধিকারিক নিয়োগ, বাণিজ্য চুক্তির কঠোর পরীক্ষার পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য বিনিময়ে ট্যাক্স ছাড়ের স্বর্গরাজ্যগুলি সহ আন্তর্জাতিক সহযোগিতা গড়ে তোলার প্রস্তাব দিয়েছে।