বালাঘাট: মধ্যপ্রদেশের বালাঘাট জেলার খেরি গ্রামে একটি আতসবাজি কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ২১ জনের মৃত্যু হল। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। আহতদের চিকিৎসার খরচ বহন করবে সরকার। বালাঘাট রেঞ্জের অতিরিক্ত ডিজিপি জি জনার্দন বলেছেন, ১০ জন আহত হয়েছেন। আট জনকে নাগপুরের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তাঁদের মধ্যে দু জনের অবস্থা আশঙ্কাজনক। আজ দুপুর তিনটে নাগাদ ওই কারখানায় আগুন লাগে।
বালাঘাটের জেলাশাসক ভরত যাদব বলেছেন, ওয়ারিস আহমেদ নামে এক ব্যক্তি ওই কারখানার মালিক। অবৈধভাবে চলছিল কারখানাটি। যখন আগুন লাগে, তখন কারখানাটিতে পুরোদমে কাজ চলছিল। হতাহতদের প্রত্যেকেই কারখানার কর্মী। দমকল কর্মীরা আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়েছেন। উদ্ধারকার্যও শেষ হয়ে গিয়েছে। তবে ঠিক কী কারণে আগুন লেগেছিল, সেটা এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কেউ হয়তো অসাবধানে বারুদের মধ্যে জ্বলন্ত বিড়ির টুকরো ছুঁড়ে ফেলেছিলেন। তার ফলেই আগুন লেগে যায়। কারখানাটির আশেপাশে কোনও বাড়ি না থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়েনি।
মধ্যপ্রদেশে আতসবাজি কারখানায় আগুন, নিহত ২১
Web Desk, ABP Ananda
Updated at:
07 Jun 2017 09:39 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -