উন্নাও: উত্তরপ্রদেশের উন্নাওয়ে একসঙ্গে ২১ জনের দেহে এইচআইভির জীবাণু পাওয়া গেল। কারণ, এক হাতুড়ে ডাক্তার একটাই সিরিঞ্জ দিয়ে একাধিক ব্যক্তিকে ইঞ্জেকশন দিয়েছে। ওই চিকিত্সকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ঘটনাটি প্রকাশ্যে আসে সম্প্রতি, কারণ স্বাস্থ্য দফতরের কাছে খবর আসে ওই এলাকায় একাধিক ব্যক্তি এইচআইভি আক্রান্ত। এর কারণ জানতেই একটি তদন্ত কমিটি গঠন হয়, জানিয়েছেন এলাকার প্রধান মেডিক্যাল অফিসার ডক্টর এস.পি চৌধুরী।
বঙ্গারমাউয়ের বিভিন্ন এলাকা যেমন প্রেমগঞ্জ, চকমিরপুর ঘুরে রিপোর্ট জমা দিয়েছে তদন্ত কমিটির দুই সদস্য। এরপরই তিন জায়গায় স্ক্রিনিং ক্যাম্প করা হয়ে। সেখানেই ৫৬৬ জন ব্যক্তির রক্ত পরীক্ষা করা হয়। ২১ জনের দেহে এইচআইভি জীবাণু মিলেছে। তদন্ত কমিটির দুই সদস্যই জানিয়েছেন, হাতুড়ে চিকিত্সক রাজেন্দ্র কুমার কম খরচে চিকিত্সা দেওয়ার নাম করে একটি সিরিঞ্জ ব্যবহার করে বিভিন্ন লোককে ইঞ্জেকশন দিয়েছে।
একই সিরিঞ্জে ইঞ্জেকশন, উত্তরপ্রদেশের উন্নাওয়ে ২১ জনের দেহে এইচআইভির জীবাণু মিলল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Feb 2018 11:46 AM (IST)
ছবি সৌজন্যে এএনআই
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -