উত্তরকাশী: উত্তরাখণ্ডে ভয়াবহ বাস দুর্ঘটনা। অন্তত ২১ জন পূণ্যার্থীর মৃত্যু। খবরে প্রকাশ, হরিদ্বার থেকে গঙ্গোত্রী যাওয়ার পথে ধারাসুর কাছে নালুপানি এলাকায় বাস উল্টে পড়ে যায় ভাগীরথী নদীতে। সন্ধে ৬টা নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে। রাস্তা থেকে অন্তত ৩০০ মিটার নীচে বাসটি পড়ে যাওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। উত্তরকাশী জেলার জেলাশাসক আশীস শ্রী বাস্তব জানানস এখনও পর্যন্ত ২০ জনের দেহ উদ্ধার করা হয়েছে। আরও ৭ জনকে দুর্ঘটনাগ্রস্ত বাসটি থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে একজন মারা যান। জানা গিয়েছে মৃতেরা সকলেই মধ্যপ্রদেশের বাসিন্দা। বাসে প্রায় ২৯ জন যাত্রী ছিলেন। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য শুরু করেছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, আইটিবিপি ও পুলিশকর্মীরা।


[embed]https://twitter.com/ANI_news/status/867057736688717824[/embed]

জানা গিয়েছে, গত ১২ মে যাত্রীরা চারধাম যাত্রায় বের হয়েছিলেন। যমুনোত্রী ও গঙ্গোত্রী দেখার পর তাঁরা হরিদ্বার যাচ্ছিলেন। সেখান থেকে গন্তব্য ছিল কেদারনাথ। নিহতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন মধ্যেপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। ঘটনায় শোকপ্রকাশ করেছেন লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন। নিহতদের দেহগুলি মধ্যপ্রদেশে নিয়ে যাওয়ার জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থার নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী সুরেশ প্রভু।