প্রধানমন্ত্রীর ‘উপহার’, এমবিএ করার স্বপ্ন পূরণ ২১ বছরের সারার
ABP Ananda, web desk | 23 Mar 2017 12:58 PM (IST)
বেঙ্গালুরু: ২১ বছরের সারার ইচ্ছে ছিল এমবিএ করার। কিন্তু সেই স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ায় দারিদ্র্য। শিক্ষা ঋণের আশায় ব্যাঙ্কের দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু তাঁদের আর্থিক অবস্থার কারণে ব্যাঙ্কও ঋণ দিতে অস্বীকার করে। কোনও উপায় না পেয়ে সারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি লেখেন তিনি। সেই চিঠির জবাব যে এত দ্রুত আসবে তা ভাবতেও পারননি সারা। ১০ দিনের মধ্যে প্রধানমন্ত্রী জবাব দিয়েছেন।সেই চিঠিতে ঋণের বন্দোবস্ত করার আশ্বাস দেওয়া হয়েছে। এবার সারা তাঁর এমবিএ করার স্বপ্ন সফল করতে পারবেন। কর্নাটকের মান্ড্যর বাসিন্দা সারা যখন শিক্ষাঋণের জন্য ব্যাঙ্কে গিয়েছিলেন তখন তাঁর আবেদন মঞ্জুর হয়নি। সারার দাবি, ঋণের আবেদন বাতিলের কারণ হিসেবে ব্যাঙ্ক বলেছিল, 'ঋণ কীভাবে শোধ করবেন আপনি। আপনার বাবা তো চিনিকলের কর্মী'। এখন দেশের প্রধানমন্ত্রীর সাহায্য পেয়ে সারা দারুন উত্সাহিত। সারা বলেছেন, তিনি নিশ্চিত ছিলেন যে, প্রধানমন্ত্রীর কাছ থেকে তাঁর চিঠির জবাব আসবে। কিন্তু সেই জবাব যে এত তাড়াতাড়ি আসবে, তা তিনি ভাবতেও পারেননি। এই ঘটনায় খুশি সারার পরিবারও।