শুধু ইংরেজিতে কথা বলে, এই ‘অপরাধে’ বন্ধুকে ৫৪ বার ছুরি মারল বন্ধু
ABP Ananda, Web Desk | 23 Mar 2018 10:29 AM (IST)
মুম্বই: ইংরেজি ছাড়া আর কোনও ভাষায় কথা বলতেই চায় না। স্রেফ এই কারণে ১৮ বছরের এক তরুণ ছুরি মারল তার বন্ধুকে। তাও একবার নয়, ৫৪ বার। মুম্বইয়ের বান্দ্রায় বুধবার রাতে ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত নিজেই গিয়ে থানায় আত্মসমর্পণ করেছে। অভিযুক্তের নাম মহম্মদ আমির আবদুল ওয়াহিদ রহিন, বয়স ২১। বন্ধু মহম্মদ আফরোজ আলম শেখকে ৫৪ বার ছুরি মেরেছে সে। অভিযুক্ত দাবি করেছে, আফরোজ নিয়মিত উত্যক্ত করায় সে অসন্তুষ্ট ছিল তার ওপর তাই সপ্তাহখানেক ধরে খুনের ছক কষে। মদ খাওয়ানোর নাম করে আফরোজকে সে বান্দ্রায় নিয়ে যায়, সেখানেই ছুরি মারে তাকে। তারপর একের পর এক ঘা দিতেই থাকে, যতক্ষণ না মৃত্যু নিশ্চিত হয়। আফরোজকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।