মুম্বই ও জয়পুর: তথ্যপ্রযুক্তির উন্নতি যেমন এখন মানুষকে নানা বিপদে ফাঁসিয়ে দিচ্ছে, ঠিক তেমনই বহু সময় পুলিশকে অপরাধী ধরতেও সাহায্য করছে। যেমন সম্প্রতি এক মহিলা ডিস্ক জোকিকে তথ্যপ্রযুক্তির সাহায্যেই মুম্বই থেকে গ্রেফতার করে রাজস্থান পুলিশ।
সেই মহিলা মূলত মুম্বইয়ের বিভিন্ন হোটেলে ডিজে হিসেবে কাজ করত। তারপর তার কাজ ছিল, তার শিকারকে নিজের মোহে ফাঁসিয়ে রাজস্থানের বিভিন্ন হোটেলে নিয়ে যাওয়া। তারপর সেখানে ঘনিষ্ঠ হওয়া। এদিকে সেই ঘনিষ্ঠ মুহূর্তের ছবি মহিলার সাঙ্গপাঙ্গরা ভিডিও করে রাখত। তারপরই চলত জোর করে টাকা তোলা। শিকার যদি দাবি মতো টাকা দিতে না পারত, তাহলেই তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে দিত সেই মহিলা ও তার দলবল।
অবশেষে পুলিশের জালে সেই মহিলা ও তার মধুচক্রের সদসরা। কিন্তু তারা ধরা পড়ল কী করে? এক্ষেত্রে পুলিশকে সাহায্য করেছে ফেসবুক! হ্যাঁ ঠিকই দেখছেন ফেসবুক।
মহিলা রাজস্থানে তার শিকারের থেকে এক কোটি টাকা নিয়ে মুম্বই পালিয়ে আসে। তবে শিকারী তার পরবর্তী শিকার ধরার জন্যে ফেসবুক লাইভ করে। আর সেই ফেসবুক লাইভ থেকে তরুণীর লোকেশন ট্র্যাক করে ফেলে রাজস্থান পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ। মহিলার নাম শিখা। শিখার দল এভাবে এখনও পর্যন্ত তাদের শিকারদের থেকে প্রায় কুড়ি কোটি টাকা তুলেছে।
প্রসঙ্গত, মুম্বইয়ের এক চিকিত্সকের অভিযোগের ভিত্তিতেই এই চক্রের তদন্তে নামে পুলিশ। সুনীত সোনি নামের ওই চিকিত্সকের অভিযোগ, ওই মহিলা জকি তাঁকে বুঝিয়ে রাজস্থানের পুষ্করের একটি রিসর্টে নিয়ে যায় গত বছর মার্চে। সেখানে একরাত তাঁরা কাটান। তারপরই সেখান থেকে জয়পুর ফিরেই চিকিত্সকের থেকে এক কোটি টাকা দাবি করে ওই মহিলা জকি ও তার চক্রের অন্য সাঙ্গপাঙ্গরা। সেই টাকা না দিলে, চিকিত্সকের গোপন মুহূর্তের ভিডিও ফাঁস করে দেওয়ারও হুমকি দেয় ওই মহিলা। দাবি মতো টাকা দিতে পারেন না ওই চিকিত্সক। তখনই তাঁর বিরুদ্ধে থানায় ধর্ষণের মামলা দায়ের করে ওই তরুণী।
৭৮ দিন জেলে হাজতবাস করতে হয় ওই চিকিত্সককে। এরপরই পুলিশকে ওই মহিলার কাজকর্ম সম্পর্কে সমস্ত কিছু জানায় ওই চিকিত্সক। জয়পুরের ব্রক্ষ্মপুরী এলাকার বাসিন্দা ওই তরুণী মুম্বইয়ে একটি মিউজিকাল গ্রুপ খুলে বিভিন্ন হোটেলে অনুষ্ঠান করত। তারপর সেখান থেকেই নিজেদের শিকার ধরে নিয়ে গিয়ে মধুচক্রে ফাঁসিয়ে চলত তোলাবাজি। এই ঘটনায় ওই মহিলা ডিজে সহ মোট ৩২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মধুচক্রে ফাঁসিয়ে টাকা তোলা, না দিলেই ধর্ষণের অভিযোগ, মহিলা ডিজেকে ফেসবুক লাইভ থেকে ট্র্যাক করে গ্রেফতার পুলিশের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 May 2017 04:41 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -