শ্রীনগর: চলতি বছরের প্রথম ৫০ দিনে জম্মু ও কাশ্মীরে খতম হয়েছে ২২ জন জঙ্গি। ২০১০ সালের পর যা সর্বোচ্চ। কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী, চলতি বছরে প্রায় ৫০টি জঙ্গিদমন অভিযান চলেছে। যেখানে ২২ জঙ্গি খতম হয়েছে, তিন জন গ্রেফতার হয়েছে। পাশাপাশি, আরও ৪০ জন পরোক্ষ (ওভারগ্রাউন্ট ওয়ার্কার্স)-কে গ্রেফতার করা হয়েছে এই সময়ে।


এই একই সময়ে ২৬ জওয়ান নিহত হয়েছেন। এর মধ্যে এক অফিসার সহ ২০ জন জওয়ান জম্মু ও কাশ্মীরের তুষারধসে প্রাণ হারিয়েছেন। জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে ৬ জওয়ান মারা গিয়েছেন। এঁদের মধ্যেও মেজর পদমর্যাদার এক সেনা অফিসার রয়েছেন, যিনি গত ১৪ ফেব্রুয়ারি, কুপওয়াড়ার হান্ডওয়ারার অভিযানে নিহত হন। সেনা অভিযানে খতম হয়েছে ৩ জঙ্গিও।


ওইদিনই, বান্দিপোরার হাজিন এলাকায় জঙ্গি-সংঘর্ষে তিন জওয়ান নিহত হন। এক জঙ্গিও খতম হয়। দুদিন আগে, ১২ ফেব্রুয়ারি, কুলগামে চার জঙ্গিকে খতম করেন নিরাপত্তারক্ষীরা। ২ জওয়ানও মারা যান।


গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, হিজবুল কম্যান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর পর কাশ্মীরের প্রায় ১০০ জন যুবক জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত হয়। যার জেরেই বাহিনীকে অতিরিক্ত সতর্কতা ও নজরদারি বাড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হয়।