আফগানিস্তানে আইএসের ঘাঁটিতে পৌঁছেছে নিখোঁজ কেরলের ২২ বাসিন্দা, দাবি সূত্রের
ABP Ananda, web desk | 06 Jan 2017 08:11 AM (IST)
নয়াদিল্লি: গত বছরের জুন ও জুলাই মাসে নিখোঁজ হয়ে যাওয়ার কেরলের ২২ বাসিন্দা এখন আফগানিস্তানে আইএসআইএসের ঘাঁটিতে রয়েছে। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলির সূত্র মারফত্ একথা জানা গিয়েছে।আফগানিস্তানের পূর্বাঞ্চলের শহর জালালাবাদের কাছে নানগড়র প্রদেশে জঙ্গি সংগঠনের ঘাঁটিতে তারা রয়েছে বলে জানা গিয়েছে। ওই অঞ্চলে আইএসের প্রায় ৩,০০০ জঙ্গি রয়েছে। গোয়েন্দা সংস্থাগুলির সূত্রের খবর মোতাবেক, কেরলের এই নিখোঁজরা মধ্যপ্রাচ্যের আবুধাবি ও দুবাই হয়ে নানগড়রে এসেছে। এই ২২ জনের মধ্যে ছয়জন মহিলা ও তিনজন শিশু। তারা কেরলের কাসারাগোড় ও পালাক্কড়ের বাসিন্দা। নিখোঁজদের প্রত্যেকের বয়স ৩০-এর নিচে, তারা উচ্চশিক্ষিত এবং মধ্যবিত্ত ও উচ্চমধ্যবিত্ত পরিবারের সদস্য। নিঁখোজদের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও প্রতিবেশীরা জানিয়েছেন, ধর্ম নিয়ে মাতামাতি ওদের আদৌ করতে দেখা যায়নি কখনও। ধর্মীয় আচার অনুষ্ঠানও নিয়মিত পালন করতে দেখা যায়নি তাদের। নিখোঁজদের আচারআচরণ নিয়েও প্রশংসাই শোনা গিয়েছে। তারা ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট ও তথ্যপ্রযুক্তি নিয়ে পড়াশোনা করেছে। তাদের বিরুদ্ধে স্থানীয় থানায় কোনও অভিযোগই নেই। দুমাসের মধ্যে তারাই বাড়ি ছাড়ে। পরিবারের লোকজনদের তারা জানায় যে, শ্রীলঙ্কায় ধর্মীয় বিষয়ে পড়াশোনা করতে যাচ্ছে তারা। কেউ কেউ অবশ্য চাকরি বা অন্য কারণ দেখিয়ে বাড়ি ছাড়ে। তারা যে আইএসআইএসে যোগ দিতে পারে, এমন সন্দেহ প্রথম দানা বাঁধে কাসারাগোড়ের নিখোঁজদের একজন এ হাকিমের হোয়টস্যাপ মেসেজ থেকে। কেরলের নিখোঁজদের আইএসের ঘাঁটিতে পৌঁছনোর ব্যাপারে গোয়েন্দা সংস্থাগুলির কাছে বিশ্বাসযোগ্য তথ্য এসেছে বলে জানা গিয়েছে। যদিও রাজ্য ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি নিখোঁজরা আইএসে যোগ দিয়েছে কিনা, তা নিশ্চিত করে কিছু জানায়নি।